পাকিস্তানে নামাজরত ব্যক্তিকে ধাক্কা, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
২৮ নভেম্বর ২০২৪ ১৪:২২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৪
পালিস্তানের ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালীন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একজন ব্যক্তিকে কনটেইনারের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জিন্নাহ এবং আতাতুর্ক এভিনিউয়ের কোণায় এই ঘটনা ঘটে, যেখানে ইমরান খানের সমর্থকরা জড়ো হয়েছিলেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল জানিয়েছে, ভুক্তভোগী ব্যক্তি কনটেইনারের ওপর নামাজ পড়ছিলেন। সশস্ত্র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে তিনতলা সমান উচ্চতার কনটেইনারটি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি কনটেইনার থেকে পড়ে যাওয়ার আগে সেটি ধরে রাখার চেষ্টা করছিলেন। ভিডিওটি বিভিন্ন সূত্র থেকে যাচাই করা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে ঘটনাটি সত্যিই ঘটেছে। অভিযুক্ত কর্মকর্তারা পাকিস্তানি রেঞ্জার্সের সদস্য বলে জানা গেছে।
ঘটনার পর পিটিআই বিক্ষোভ অস্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। তারা অভিযোগ করেছে, সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালিয়েছে। দলটির দাবি, বিক্ষোভ দমনে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়েছে এবং এতে তাদের কয়েকজন কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত, বিক্ষোভে চার নিরাপত্তা সদস্য এবং দুই বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিকটবর্তী একটি হাসপাতাল নিশ্চিত করেছে যে, তারা গুলিবিদ্ধ চারজন সাধারণ মানুষের মরদেহ গ্রহণ করেছে।
অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো থেকে বিরত ছিল প্রশাসন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫০০-এর বেশি পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
ইসলামাবাদে চলমান উত্তেজনার মধ্যেই শহরটি লকডাউন করে রাখা হয়েছে। পিটিআই নেতারা, যারা খানের মুক্তির দাবিতে নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের মধ্যে অনেকেই ইসলামাবাদ ছেড়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ফিরে গেছেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে, যেগুলো তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। অন্যদিকে, খানের দল ফেব্রুয়ারির নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তারা নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে অভিযোগ করে বলেছেন, ভোট কারচুপি হয়েছিল।
সারাবাংলা/এনজে