ইসকন নিয়ে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৩:৪৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৩:৫২
ঢাকা: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করে প্রয়োজন হলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকন বাংলাদেশ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন আদালত।
আদালত বলেন, আমাদের দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ এবং সকল ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণভাবে থাকতে ভালোবাসে। এটা কখনই ভাঙবে না বলে আশাবাদ ব্যক্ত করেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ থেকে সরকারকে এ নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনাটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর বলে জানানো হয়।
গণমাধ্যমে ইসকনের নানা কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন গতকাল বুধবার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন। তিনি সংগঠনটি কার্যক্রম বাংলাদেশের নিষিদ্ধের জন্য আদালতে সুয়োমুটো আদেশ ও রুলের আর্জি জানান।
এদিন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতকে জানান, সরকারের পলিসি ও পদক্ষেপ বৃহস্পতিবার জানানো হবে। তারপর কোনও আদেশের প্রয়োজন হলে আদালত যেন দেয় সেই আবেদন জানান।
চট্টগ্রামের আইনজীবী হত্যার ঘটনার সরকারের পদক্ষেপের অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন আদালতকে বলেন, এই ঘটানাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে তিনটি মামলা হয়েছে। একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন ও অপর একটি ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে সনাক্ত করা হয়েছে।
এ সময় হাইকোর্ট বলেন, ‘রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটা শুনে আমরা আস্বস্ত হলাম। এটাই ওনাদের দায়িত্ব। আশা রাখি সাবাই এটা শুনে আস্বস্ত হবেন। দেশের জানমালের কোন ক্ষতি না হোক আমরা সেটাই চাই। যেহেতু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলা হলো তাই এই মুহুর্তে আদালত আর হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না। আমরা মনে করি আমাদের দেশের মানুষ সৌহার্দপূর্ণ। এদেশে সকল ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণ ভাবে থাকতে ভালোবাসে। সে ভালোবাসা কখনোই ভাঙবে না। আর আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।’
পরে আইনজীবী মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ইসকনের ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট। সংগঠনটির ব্যাপারে প্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত রাষ্ট্রকে গ্রহণ করতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘কোর্ট বলেছেন, বাংলাদেশে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেসব ধর্মের অনুসারি আছেন, তারা মিলেমিশে বসবাস করবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে তা বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি।’
বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে ইসকন নিষিদ্ধ চান সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন। সেই সঙ্গে এই আইনজীবী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রামের ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আবেদন করেন এবং অন্তত দুই সপ্তাহ জরুরি অবস্থা জারির আবেদন জানান।
এক পর্যায়ে আদালত অ্যাটর্নি জেনারেলের মো. আসাদুজ্জামানের বক্তব্য শুনেন। অ্যাটর্নি জেনারেল গতকাল হাইকোর্টকে বলেন, ‘ইসকনের ইস্যুটি দুর্ভাগ্যজনক। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ফৌজদারি অপরাধ। সরকার গুরুত্ব সহকারে ঘটনাটি দেখছেন এবং যথাযথ আইনী পদক্ষেপ সরকার নেবেন। তবে এই সংগঠন (ইসকন) রেজিস্ট্রার্ড কি না? এই সংগঠন নিষিদ্ধ হবে কি না? এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এবং এই সংগঠনের অস্তিত্ব কি? এর সবকিছু সরকারের নীতিগত সিদ্ধান্তের (পলিসি ডিসিশানের) বিষয়। সরকার এটার খোজ খবর নিয়ে যথাযথ আইনি ভাবে দেখবেন। এই পর্যায়ে কোন রুল ও নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। সবকিছু পর্যালোচনা করে তার পর যদি মনে হয় তখন দেখা যেতে পারে।’
বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্ট এ বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ দেন। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে আইনজীবী হত্যার ঘটনাটিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার বিষয়টি অবগত করেন।
সারাবাংলা/কেআইএফ/ইআ