১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল
২৮ নভেম্বর ২০২৪ ০৯:২২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৩৫
এক যুগেরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ মানেই যেন ছিল লিভারপুলের হতাশার কারণ। চ্যাম্পিয়নস লিগের দুটি ফাইনালসহ রিয়ালের বিপক্ষে মাঠে নামলেই যেন জয় পেতে ভুলে গিয়েছিল লিভারপুল। অবশেষে মাদ্রিদকে হারানোর স্বাদ ফিরে ফেলেন তারা। দুর্দান্ত ম্যাক অ্যালিস্টার ও গ্যাপকোর গোলে অ্যানফিল্ডে ২-০ গোলের জয়ে ১৫ বছর পর রিয়ালকে হারিয়েছে লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ১৮তম অবস্থানে থেকে লিভারপুলের মাঠে খেলতে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিভারপুলের মাঠে শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫ মিনিটের মাথায় লিড নিতে পারত লিভারপুল। নুনেজের শট রিয়াল কিপার বাঁচিয়ে দেওয়ার পর সেটা যায় রাউলের পায়ে। সেখান থেকে আত্মঘাতী গোল হজম করতে করতে বেঁচে গেছে রিয়াল!
প্রথমার্ধে আর তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই গোল। গোলশূন্যভাবেই তাই শেষ হয় হাফ টাইম।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন ম্যাক অ্যালিস্টার। ৫২ মিনিটে ব্র্যাডলির অ্যাসিস্টে ডান পায়ের দারুণ এক শটে রিয়াল কিপারকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন। ৭ মিনিট পরেই অবশ্য ম্যাচে সমতা ফেরাতে পারত মাদ্রিদ। বক্সের ভেতর ভালভার্দেকে ফাউল করা হয়ে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকে অবশ্য গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। তার শট দুর্দান্তভাবে সেভ করেছেন লিভারপুল গোলরক্ষক কেলার।
৭০ মিনিটে পেনাল্টি পেয়েছিল লিভারপুলও। মেন্ডিকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ নস্ট করেছেন মোহাম্মদ সালাহ। তার শট পোস্টের বাইরে দিয়েই চলে যায়। ৭৬ মিনিটে গোল করে লিড দ্বিগুণ করেন কোডি গ্যাপকো। রবার্টসনের ক্রসে দারুণ এক হেডে লিভারপুলের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল লিভারপুল। এখন পর্যন্ত এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অপরাজিত আছেন তারা। অন্যদিকে এই হারে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে নেমে গেছে রিয়াল।
সারাবাংলা/এফএম