Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২৩:০৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৯:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার পর ছাত্রনেতারা দাবি করেছেন, তাদের ট্রাকচাপায় হত্যার চেষ্টা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তারা ওই গাড়িতে ছিলেন না। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন ও কবর জিয়ারত শেষে চট্টগ্রাম নগরীতে ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়ি

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুমিন ফরহাদ সারাবাংলাকে বলেন, ‘আমরা ট্রাকচালক ও হেলপারকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে ওই দুই ছাত্রনেতা ছিলেন না।’

তিনি বলেন, ‘কালো রঙের ওই প্রাইভেটকারে চালকসহ চারজন ছিলেন। তাদের মধ্যে একজন ছাত্র আন্দোলনের নেতা মো. আলী নেওয়াজ। এ ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ গুরুতর আহত হননি।’

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল ধরেননি।

এদিকে, বুধবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লাইভে এসে তাদের হত্যাচেষ্টার অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদের ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’

বিজ্ঞাপন

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ সারজিস আলম হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর