Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনো ক্যামন ৩০এস এখন ২ হাজার টাকা কমে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২১:৫০

টেকনো। ছবি: সংগৃহীত

ঢাকা: উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সেগমেন্টে সেরা ক্যামেরা ফোন ক্যামন ৩০এস এখন ২ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে সকল টেকনো আউটলেটে।

বুধবার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্ল্যাগশিপ সনি ক্যামেরা সেন্সর, অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং আরও অনেক দুর্দান্ত ফিচারসহ ক্যামন ৩০এস ফোনটি ক্রেতারা এখন মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন, যার আগের মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স ৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। ফলে যেকোনো লাইটিং কন্ডিশনে ব্যবহারকারীরা তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার ছবি। এছাড়া ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে তোলা যাবে নিখুঁত ও প্রাণবন্ত সেলফি। এই স্মার্টফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই-চালিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু এআই ফিচার রয়েছে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস ফোনে আছে লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর। আরও রয়েছে ২৫৬জিবি রম, ১৬জিবি র‍্যাম (৮জিবি জিবি + ৮জিবি এক্সটেন্ডেড)। এছাড়া আইপি৫৪ রেটিং যা পানির ছিটা ও ধুলো থেকে রক্ষা করবে ফোনকে। প্রিমিয়াম ডিজাইন, সেগমেন্টে সেরা ক্যামেরা, পারফরম্যান্সের এক চমৎকার কম্বিনেশন এই ডিভাইস।

৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন ব্যাটারি লাইফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

টেকনো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর