Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত-২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২১:০২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২৩:১৪

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কানদন সরেন (৬০) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবাসী কানদন সরেন (৬০) উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে।

আহতরা হলেন- পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো শফি, ইসমাইল।

আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আহত হন সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা, শনিরাম হাসদা। আহত অনেকেরে নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে আদিবাসী সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধকৃত জমিতে ঘর নির্মাণ করছিল। এসময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাঁধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে গেলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। আজ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই এক আদিবাসী ব্যক্তি মারা যান।

হরিপুর অফিসার ইনচার্জ (ওসি) মুহা. শরিফুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে এক আদিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আহত ২০ জমি নিয়ে বিরোধে নিহত-১ ঠাকুরগাঁও সাঁওতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর