অবৈধভাবে ভারতে যাবার পথে দ্বৈত নাগরিক আটক
২৭ নভেম্বর ২০২৪ ২০:৩৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২০:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবার পথে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই ব্যক্তি বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব অলিনগর সীমান্ত দিয়ে ভারতে যাবার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা এসময় তাকে আটক করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার আশীষ পুরোহিতের (৬৫) কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় আধারকার্ড (ভারতীয় নাগরিকের পরিচয়পত্র) উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার চৌধুরী লেইন উল্লেখ আছে। ভারতীয় আধারকার্ডে তার ঠিকানা কোলকাতার ঢাকুরিয়া নস্কর পাড়া লেন উল্লেখ আছে।
দ্বৈত নাগরিকত্ব ও অবৈধ পারাপারের দায়ে তাকে গ্রেফতার করে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/এইচআই