Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২০:২৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২২:০৮

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক আব্দুস সালামকে (৪০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৭নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পশ্চিম নবীনবাগ গার্মেন্টস গলির বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত রুমিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলার বরুরা থানার আবুল হাসেমের মেয়ে রুমি। তিন ছেলের জননী রুমি। ২-৩ বছর আগে রুমির স্বামী জহির অন্য একটি বিয়ে করে তাদের ছেড়ে চলে যায়। এরপর থেকে ৩ ছেলেকে নিয়ে নবীনবাগে বাবার বাসায় থাকত এবং অন্যের বাসায় কাজ করত।

ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার বলেন, ‘তার স্বামী সালাম আগে অটোরিকশা চালালেও বর্তমানে কোন কাজই করে না সে। এছাড়া নিয়মিত মাদকসেবন করে। এ নিয়েই প্রতিদিনই আমাদের মধ্যে ঝগড়া হয়। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম তাকে প্রচন্ড মারধর করে। তখন পারিবার সালিশে বিষয়টি মীমাংসা করে এবং সালাম আর নেশা করবে না প্রতিজ্ঞা করে।’

জুলেখা জানান, দুইদিন ধরে তাদের বাসায় কোনো বাজার নেই। এ নিয়ে আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ছেলে মেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবে বলে জানায়। তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করে। বড় ভাই বাবুলকে বলে তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করে এবং বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী চলে যাবেই। এই কথা বলাতে ঘর থেকে ধারাল কেচি এনে বড় ভাই বাবুলকে আঘাত করে সালাম। তখন ছোট বোন রুমি ঠেকাতে গেলে রুমির পিঠে আঘাত করে। পরে আহত অবস্থায় রুমি ও বাবুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. দাউদ হোসেন বলেন, ‘নবীনবাগে মাদকাসক্ত ভাইয়ের কেচির আঘাতে ছোট বোন মারা গেছে। তাদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় বড় ভাই বাবুল (৫৫) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে (৪৩) আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

খুন মাদকাসক্ত

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর