চট্টগ্রামে আইনজীবী খুন, শিক্ষার্থী বহিষ্কার
২৭ নভেম্বর ২০২৪ ১৯:২৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৯:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আইনজীবী খুনের ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার সারাবাংলাকে বলেন, ‘আদালতে সংঘর্ষে এক আইনজীবী নিহতের ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষার্থী জড়িত ছিল জানিয়ে তার বহিষ্কারের আবেদন করে। পরে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে ওই ছাত্রকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।’
সারাবাংলা/আইসি/এসআর
চট্টগ্রামে আইনজীবী খুন বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার