Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোল্ড গ্ল্যামার-কমিক ফিল্টারে নিষেধাজ্ঞা দিচ্ছে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪ ১৮:০৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২০:৪৩

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। ছবি: সংগৃহীত

টিকটকে সৌন্দর্যবর্ধন ফিল্টার ব্যবহারে বিধিনিষেধের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা। মানসিক স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটক বলছে, আগামী সপ্তাহ থেকেই ১৮ বছরের কম বয়সরীরা টিকটকে চোখ বড় করা, ঠোঁটের পরিবর্তন, ত্বকের টোন পরিবর্তনসহ চেহরার অন্যান্য পরিবর্তনের জন্য কৃত্রিমভাবে সৌন্দর্যবর্ধন ফিল্টার ব্যবহারে বিধিনিষেধের মুখে পড়বে।

বিজ্ঞাপন

এসব ফিল্টারের মধ্যে রয়েছে, ‘বোল্ড গ্ল্যামার‘, যা মেকআপ না করেও চেহারাকে সুন্দর করে তোলার কাজে ব্যবহার করা হয়। ‘কমিক ফিল্টার’ নামে আরেকটি ফিল্টারও থাকছে নিষেধাজ্ঞায়, যেটি ব্যবহার করে চেহারার সঙ্গে খরগোশের মতো কান বা কুকুরের মতো নাক যোগ করা যায়।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাবলিনে টিকটকের ইউরোপীয় সদর দফতরে এক সভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

বিশেজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন, ফিল্টারগুলো কিশোর-কিশোরীদের, বিশেষ করে মেয়েদের ওপর নেতিবাচক মানসিক চাপ তৈরি করছে। ফিল্টার ব্যবহার করার ফলে প্রকৃত চেহারা পরিবর্তন করে তারা নিজেরদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে।

কেবল ফিল্টারে নিষেধাজ্ঞাই নয়, টিকটক ঘোষণা করেছে, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্ম থেকে ব্লক করার ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেবে তারা। এর ফলে হাজার হাজার শিশুর টিকটক প্রোফাইল বাতিল হয়ে যাবে। বছরের শেষের দিকে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের বয়স যাচাই করা হবে। কেউ বয়স লুকিয়ে প্রতারণা করে থাকলে এর মাধ্যমে তা ধরা পড়বে।

অনলাইন নিরাপত্তা আইনের অধীনে নতুন বছরে যুক্তরাজ্যে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কঠোর নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপগুলো নিতে যাচ্ছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ বলছে, এ সিদ্ধান্ত স্পষ্টতই তরুণদের কাছে বিরক্তিকর কারণ হতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে এটি করা হচ্ছে।

এর আগে অফকম ২০২৩ সালের ডিসেম্বরে একটি প্রতিবেদনে বলেছিল, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত টিকটকের মোট ব্যবহারকারীর প্রায় ১ শতাংশ অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে সরিয়ে দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এইচআই/টিআর

টিকটক ফিল্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর