Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ২৪৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৭:০৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:০৭

ঢাকা : চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্যকর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক অ্যাগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে শিল্প মন্ত্রণালয়।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, এর মধ্যে কাফকো থেকে ৮ম লটে কেনা হবে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার । প্রতি মেট্রিক টন ৩৩৫ দশমিক ৬২৫ ডলার দরে এতে মোট ব্যয় হবে ১২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।

সূত্র জানায়, এছাড়া আরেকটি প্রস্তাবে সৌদি আরবের সাবিক অ্যাগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে কেনা হবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার । প্রতি মেট্রিক টন ৩৪৬ দশমিক ৭৫ ডলার দরে এতে মোট ব্যয় হবে ১২৪ কোটি ৮৩ লাখ টাকা।

সারাবাংলা/আরএস

সার ক্রয়

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর