Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নেতা ড. মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা হাইকোর্টে বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৬

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে দায়ের করা মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

মামলা বাতিলে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন তার ছেলে ড. মারুফ হোসেন।

পরে ড. মারুফ হোসেন জানান, ২০১৭ সালে হাইকোর্ট এই মামলা স্থগিত করেছিল। পাশাপাশি রুল জারি করেছিল আজ সেই রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট মামলা বাতিল করে দিয়েছেন।

২০১২ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে খন্দকার মোশাররফ বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে মামলা করেন।

এরপর ২০১৪ সালের ২৭ অক্টোবর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ঢাকার মহানগর হাকিম আতাউল হক এই আদেশ দেন।

এরপর অভিযোগ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খন্দকার মোশাররফ হোসেন। হাইকোর্ট ২০১৭ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলা বাতিলে রুল জারি করেন।

আজ সেই রুল যথাযথ ঘোষণা করে মামলা বাতিল করে রায় দেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ড. খন্দকার মোশারফ হোসেন ড. মোশাররফ মানহানির মামলা হাইকোর্টে বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর