Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে মধ্যরাতের অভিযানে শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪ ১১:০৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে মধ্য ইসলামাবাদে বিক্ষোভ করেন তার সমর্থকেরা। পুলিশ এবং সেনার সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পরে মধ্যরাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা। এ সময় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, তাদের নেতা ইমরান খানকে জেল থেকে মুক্তি দিতে হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও জানিয়েছে, মাঝরাতে মধ্য ইসলামাবাদের সব আলো বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর টিয়ারশেল ছুঁড়ে ইমরান খানের সমর্থকদের সরানোর চেষ্টা করা হয়। এ সময় বহু আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়।

এদিকে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ইসলামাবাদের রেড জোনে থাকা সরকারি অফিসগুলোর সব নিরাপত্তার বেষ্টনী ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের নেতৃত্ব দেন ইমরানের স্ত্রী। তার সঙ্গেই হাজারো ইমরান-সমর্থক সেখানে ঢুকে অবস্থান নিতে শুরু করেন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার কোনো প্রশ্নই নেই। পাশাপাশি যাবতীয় গণ্ডগোলের জন্য ইমরানের স্ত্রীকে দায়ী করেন তিনি।

নাকভি জানান, আন্দোলনকারীদের হাতে প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের মৃত্যুও হয়েছে। এই সবকিছুর দায় ইমরানের স্ত্রীকে নিতে হবে।

ওদিকে, হাজারো ইমরান-সমর্থক এখনো ইসলামাবাদে অবস্থান করছেন। ইমরান খান জেল থেকে বার্তা দিয়ে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

ইমরানের মুক্তির পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, বর্তমান সরকারকে বরখাস্ত করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত ছয়জন আন্দোলনকারী এবং চারজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে এ সংঘর্ষে। বিপুল পরিমাণ পুলিশ, সেনা এবং প্যারা মিলিটারি মোতায়েন করা হয়েছে রাজধানী ইসলামাবাদে। শনিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসলামাবাদ পাকিস্তান বিক্ষোভকারী গ্রেফতার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর