Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আইনজীবী হত্যা, আটক ৩০

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১০:৪৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১২:৪৪

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।

এদিন সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে নগরীর লালদিঘীর পাড় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) খুন হন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার (২৭ নভেম্বর) আদালত বর্জনের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

সমিতির নেতারা জানিয়েছেন, সাইফুল আদালত ভবন থেকে নামার পর চিন্ময়ের অনুসারীরা তাকে টেনেহিঁচড়ে বান্ডেল রোডে রঙ্গম সিনেমাহলের সামনে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘আইনজীবী খুনের ঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে যৌথবাহিনী। যাচাই-বাছাই শেষে সবার নাম বলা যাবে। মঙ্গলবারের ঘটনায় দুটি মামলা হবে। মামলা করার প্রস্তুতি চলছে। এরমধ্যে একটি আইনজীবীকে হত্যা ও আরেকটা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা।’

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা।

এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

আইনজীবী হত্যা আটক চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর