তিন গোলে এগিয়ে থেকেও জিততে পারল না সিটি!
২৭ নভেম্বর ২০২৪ ০৯:৩৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১১:১৪
টানা ৫ ম্যাচ হেরে বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি মাঠে নেমেছিল বহু কাঙ্ক্ষিত এক জয়ের আশায়। চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে শেষ ১৫ মিনিটের নাটকে আবার জয়বঞ্চিত হলো পেপ গার্দিওলার দল। ইতিহাদে ৭৫ মিনিট পর্যন্ত তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ফেইনুর্দের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে সিটি।
একের পর এক হারে বিধ্বস্ত সিটি নিজেদের মাঠে নেমেছিল ফেইনুর্দের বিপক্ষে। ম্যাচের শুরু থেকে একছত্র আধিপত্য ছিল তাদেরই। একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল ফেইনুর্দ রক্ষণভাগ। হালান্ড, সিলভা গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
অবশেষে হাফ টাইমের ঠিক আছে ডেডলোক ভাঙ্গেন আরলিং হালান্ড। বক্সের ভেতর হালান্ডকে ফাউল করা হলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করে সিটিজেনরা। ৫০ মিনিটে দ্বিতীয় গোল আসে ইলকায় গুন্দোয়ানের পা থেকে। ৫৩ মিনিটে নুনেসের পাসে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। ৩-০ গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল সিটি। ৭৫ মিনিট পর্যন্ত তিন গোলের লিড ধরে রেখে বেশ স্বস্তিতেই ছিল পেপের দল।
তবে শেষ ১৫ মিনিটে বদলে যায় সবকিছু। ৭৫ মিনিটের মাথায় এক গোল শোধ করেন ফেইনুর্দের আনিস মুসা। ৮২ মিনিটে ব্যবধান আরও কমে গিমেজেনের দারুণ এক গোলে। সিটিকে হতবাক করে ৮৯ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ফেইনুর্দ। পাইসাওয়ের বাড়ানো বলে সিটি রক্ষণভাগকে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোলে উল্লাসে ভাসেন ডেভিড হানকো।
ম্যাচে শেষ পর্যন্ত আর জয়সূচক গোল খুঁজে পায়নি সিটি। এই ড্রয়ে টানা ৬ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। কোচ হিসেবে পেপ গার্দিওলা এই প্রথম টানা ৬ ম্যাচে জিততে পারলেন না। এই ড্রয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেল সিটি।
সারাবাংলা/এফএম