হিলি দিয়ে পণ্য রফতানি বন্ধ করছে ভারতীয় ব্যবসায়ীরা
২৬ নভেম্বর ২০২৪ ২৩:৫৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৯:৫২
দিনাজপুর: রাজ্য সরকার পেঁয়াজ ও আলু রফতানিতে স্লট বুকিং বন্ধের জেরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সবধরনের পণ্য রফতানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। এর আগে চলতি সপ্তাহের রোববার (২৪ নভেম্বর) স্লট বুকিং বন্ধ করে দেয় সরকার। সোমবার ও মঙ্গলবার (২৬ নভেম্বর) এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি হয়নি।
এর আগে সকালের দিকে ভারত থেকে ৫টি ট্রাকে ৩০ টন বাদাম, ৪৫ টন ভুট্টার বীজ ও ৫০ টন ঘাসের বীজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে। এরপরই সবধরনের পণ্য রফতানি বন্ধ করে দেয় দেশটির ব্যবসায়ীরা। তবে এ দিন বাংলাদেশ থেকে ভারতে ৫টি ট্রাকে ১২০ মেট্রিক টন রাইস ব্র্যান ওয়েল রফতানি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিনিধি রাশেদ ইসলাম বলেন, ‘আলু ও পেঁয়াজ রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় ভারতের রফতানিকারকরা আজ সব পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের কাছে তাদের দাবি আলু ও পেঁয়াজের স্লট বুকিং খুললে তারা অন্য সব পণ্য রফতানি করবে নইতো বন্ধই থাকবে যার কারণে আজকে দুপুরের পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়নি।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ভারতের ব্যবসায়ীরা সে দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করে যাচ্ছে যাতে দ্রুত স্লট বুকিং কার্যক্রম শুরু হয়। তবে বুধবার (২৭ নভেম্বর) ভারত অভ্যন্তরে পার্কিং আগের আলু ও পেঁয়াজ বোঝাই করা ৮০ থেকে ৯০টি ট্রাক হিলি স্থলবন্দরে আমদানি হতে পারে। আর নতুন করে স্লট বুকিং দিলেই আগের মতো আবারো আলু ও পেঁয়াজ আমদানি হবে।’
এদিকে দুই দিন আমদানি বন্ধের সুযোগে বন্দরের আড়ত ও খুচরা বাজারে দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা আর কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
সারাবাংলা/এইচআই