Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফের ভয়াবহ বিপ্লব হতে পারে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২৩:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:১৮

রাজশাহী: প্রশাসনে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার না হলে ফের ভয়াবহ বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি। পরে আবার বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের ক্ষমতার হেফাজতকারী মাত্র। আপনার উচিত জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা।’

তিনি বলেন, ‘এখন মানুষ আগের মতো নাই। কোথাও কোন কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ঘিরে ফেলে। এটা আগে ছিল না। মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, সেটা আমাদেরকে বোঝাতে হবে।’

এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

আব্দুল মুয়ীদ চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশন রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর