মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ৮ ডিসেম্বর
২৬ নভেম্বর ২০২৪ ২২:৫৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০০:০৩
ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী ৮ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর মঙ্গলবার (২৬ নভেম্বর) সারাবাংলাকে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি নেওয়া হবে। এই তারিখ এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর।
এবার প্রশ্নফাঁস রোধসহ সার্বিক প্রস্তুতি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার এক মাস আগে সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হবে বলে জানান ডা. মহিউদ্দিন মাতুব্বর। ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রতিবারের মতো ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে নির্দেশনা আসবে বলে জানান তিনি।
এর আগে গত ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভার সিদ্ধান্ত হয়, আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস তথা মেডিকেল কলেজে ভর্তি ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস তথা ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন রয়েছে। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। সব মিলিয়ে ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।
সারাবাংলা/এসবি/টিআর