Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষা
বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ২২১

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২২:৫২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০০:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ থাকবে ২১৬টি। এর মধ্যে সার্ক কোটায় ১১৭টি ও নন সার্ক কোটায় ৯৯টি আসন বরাদ্দ থাকবে। এর পাশাপাশি বাংলাদেশ সরকারের স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পাঁচটি আসন বরাদ্দ থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ১৭৬ আসনে মেডিকেল ও ডেন্টালের ৪০ আসনে বিদেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচটি সংরক্ষিত সিটসহ বিদেশিদের জন্য মোট ২২১টি আসন থাকছে। সংশ্লিষ্ট দেশের মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের আবেদন করতে হবে। এরপর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এসব আবেদন যাচাই-বাছাই করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সার্ক কোটায় বরাদ্দ ১১৭টি আসনের মাঝে ১০৪টি এমবিবিএস ও ১৩টি বিডিএস আসন। এছাড়া নন সার্কের ৯৯টি আসনের ৭২টি এমবিবিএস ও ২৭টি বিডিএস আসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্কভুক্ত দেশের ১০৪টি আসনের মাঝে ভারতের জন্য ২৪টি আসন, পাকিস্তানের জন্য ২৩টি, নেপালের জন্য ২২টি, ভুটানের জন্য ২২টি শ্রীলঙ্কার জন্য ১৫টি, মালদ্বীপের জন্য সাতটি, আফগানিস্তানের জন্য চারটি আসন বরাদ্দ রয়েছে।

প্রসঙ্গত, দেশের শিক্ষার্থীদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী ৮ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানান স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।

অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি। আগামী ৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এবার প্রশ্নফাঁস রোধসহ সার্বিক প্রস্তুতি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার এক মাস আগে সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রতিবারের মতো ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে নির্দেশনা আসবে।’

এর আগে গত ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভার সিদ্ধান্ত হয়, আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই দিন সভা শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর জানান, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ের সভায় ১৭ জানুয়ারি এমবিবিএস আর ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোনো জটিলতা না থাকলে ঘোষিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে’র (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন রয়েছে। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। সব মিলিয়ে ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।

 

সারাবাংলা/এসবি/এইচআই

২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ও ডেন্টাল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর