Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী আলিফ হত্যা
ঢাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২২:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০০:১৬

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ঢাকা: চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম আরিফ নামের একজন আইনজীবীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৬ নভেম্বর ) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে আবার সেখানেই গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, ‘আওয়ামী লীগ এখনো অনেকভাবে ফিরে আসার চেষ্টা করছে। তারা আমাদের হিন্দু ভাইদের কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আপনারা আজ দেখেছেন, চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী আলিফ ভাইকে ইস্কনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। আমরা হিন্দু ভাইদের বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। কিন্তু সন্ত্রাসী সংগঠন ইস্কন সীমালঙ্ঘন করে ফেলেছে। যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আপনারা দেখেছেন আজ একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। কারা হত্যা করল, কার ইন্ধনে হত্যা করা হলো, আপনারা অনেকেই তা বুঝতে পেরেছেন। এই ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ ইস্কনদের উসকে দিচ্ছে। আওয়ামী লীগের দোসররা এখনো ঘাঁপটি মেরে বসে আছে। কীভাবে দেশকে ধ্বংস করা যায় তার পরিকল্পনা করছে। আমরা আলিফ হত্যার বিচার চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/পিটিএম

ইনকিলাব মঞ্চ টপ নিউজ ঢা‌বি মশাল মিছিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর