Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, তদন্তের নির্দেশ

স্পেশাল করসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২২:১৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০০:১৬

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় নিন্দা জানিয়ে যথাযথভাবে তদন্তের নির্দেশও দিয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান।

শফিকুল আলম ফেসবুক বার্তায় লিখেছেন, ‘চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।’

প্রেস সচিব আরও বলেন, ‘জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ ঝুঁকিপূর্ণ আশপাশের সব এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। যেকোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ড. ইউনূস।

সারাবাংলা/জিএস/এইচআই

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর