Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব বিভাগীয় শহরে ছাত্রশিবিরের বিক্ষোভ কাল

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২১:৪৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০০:০০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ঢাকা: জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) ‘জুলাই গণহত্যার বিচারের দাবিতে’ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে সকল বিভাগীয় শহরে ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বিজ্ঞপ্তিতে জানান, এই কর্মসূচি সফল করার জন্য ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তিসহ ছাত্রসমাজকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

সারাবাংলা/এআইএন/পিটিএম

কাল টপ নিউজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর