গণঅভ্যুত্থান ও সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান
স্পেশাল করসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:২৮
২৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:২৮
ঢাকা: গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।’
মাহফুজ আলম তার বার্তায় লিখেছেন, ‘গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।’
সারাবাংলা/জিএস/এইচআই