চট্টগ্রামে আইনজীবী হত্যা
বুধবার সুপ্রিম কোর্টে বিক্ষোভ-সমাবেশ
২৬ নভেম্বর ২০২৪ ২২:৩০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২২:৩২
ঢাকা: চট্টগ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবী আলিফকে হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রতিবাদে এদিন তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
বিক্ষোভ মিছিলটি মাজারগেট থেকে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে কাউন্সিলের গেট দিয়ে ফের সুপ্রিম কোর্টে এসে শেষ হয়। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
এর আগে, বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। হামলায় আরও ৭-৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম