Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৯:২৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২১:২৮

আইনজীবীকে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিক্ষোভ মিছিল

ঢাকা: সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম আরিফ নামের একজন আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিলটি মাজারগেট হয়ে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে কাউন্সিলের গেট দিয়ে আবার সুপ্রিম কোর্টে এসে শেষ হয়। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

এর আগে, বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। হামলায় আহত আরও ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ

আইনজীবী হত্যা টপ নিউজ সুপ্রিম কোর্টে বিক্ষোভ