Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৯:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৬

বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল (২৫ নভেম্বর) অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞার সই করা অফিস আদেশে বলা হয়েছে- উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-৪ শাখা কর্তৃক প্রকাশিত গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখের নম্বর ০৫.০০.০০০০.১৭৩,২২.০২৭.২৪-২০২-এর বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখের মধ্যে সংযুক্ত ছক ‘ক’ ও ‘খ’ অনুধায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের বিবরণী নির্ধারিত ফরমে হাতে বা কম্পিউটারে কম্পোজ করে ১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদেরকে প্রশাসন শাখায় এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদেরকে সাধারণ ও সংস্থাপন শাখায় আগামী ৩১.১২.২০২৪ খ্রি. তারিখের মধ্যে প্রেরণ/দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছিলেন, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে (আইনানুযায়ী সবাই কর্মচারী) প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তবে এ বছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

পরে সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। সম্পদবিবরণী দাখিল সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। বর্তমানে সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন।

সারাবাংলা/কেআইএফ

কর্মকর্তা কর্মচারীদের টপ নিউজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পদ বিবরণী দাখিল