Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৭:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৯:০৫

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সদরে দিন দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধাররা হলেন- উখিয়ার বালুখালি ৮ নম্বর ক্যাম্পের আবুল বাছেরের ছেলে মোহাম্মদ শামশু এবং বালুখালি ১১ নম্বর ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে আনিছুল আলম।

গ্রেফতাররা হলেন- টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাইফুল, লেঙ্গুরবিল মাঠপাড়ার মো. কবিরের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও মো. রবিউলের স্ত্রী নাছিমা আক্তার (৩০)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় দুই জনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মামলা হবে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এই দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য মতে, গত এক বছরে টেকনাফে ১৪০ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৬ জন রোহিঙ্গা। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ৬৯ জন।

টেকনাফ থানার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১২টি অপহরণের মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ৫০ জন আসামি হলেও এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

টেকনাফ রোহিঙ্গা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর