Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধস্তন আদালতের অবকাশে দায়িত্ব পালন করবেন ৬৭ বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৯

ঢাকা: চলতি বছরের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ এবং তা হতে উদ্ভূত জরুরি বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তি করার জন্য অধস্তন আদালতের ৬৭ জন বিচারককে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৩) উপসচিব এ এবং এম গোলজার রহমানের সই করা প্রজ্ঞাপনে ভাষ্য— বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ২০২৪ সনের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৭ জন বিচারককে তাদের নামের পাশে উল্লিখিত জেলার আদালত সমূহের (জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, ঢাকার ১০টি বিশেষ জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, পরিবেশ আপীল আদালত, সাইবার ট্রাইব্যুনাল, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনাল এবং মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল) জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ এবং তা হতে উদ্ভূত জরুরি বিষয়গুলোর শুনানি ও নিষ্পত্তি করার জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করা হলো।

এসব কর্মকর্তাকে উক্ত অবকাশকালীন দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৪৩৫ ধারার অধীন পুনর্বিবেচনার দরখাস্ত ব্যতিত সকল ফৌজদারি দরখাস্ত ও মামলা গ্রহণ এবং নিষ্পত্তি করার জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১৯৩ (২) ধারার অধীন ক্ষমতা প্রদানসহ তাদের উক্ত অবকাশকালীন তাদের নামের পাশে বর্ণিত জেলাগুলোর সদর দপ্তরে আসন গ্রহণ করার জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৯ (৪) ধারার ক্ষমতা প্রদান করা হলো।

বিজ্ঞাপন

বর্ণিত বিচারকগণকে অবকাশকালীন The Civil Courts Act 1887 (Act No. XII of 1887) এর ধারা ১৪ ও ৩৬ অনুযায়ী সংশ্লিষ্ট জেলার অধিক্ষেত্রের জেলা সদরে আসন গ্রহণ করে জরুরি দেওয়ানি মামলা গ্রহণ ও তা হতে উদ্ভূত জরুরি বিষয়ে শুনানী ও নিষ্পত্তি করার ক্ষমতা এবং শিশু আইন, ২০১৩ এর আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা প্রদান করা হলো।

বর্ণিত অবস্থায়, ভ্যাকেশন ডিউটিতে কর্মরত কর্মকর্তাগণ ব্যতীত জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার ১০ (দশ) টি বিশেষ জজ আদালতের বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ, পরিবেশ আপীল আদালতের বিচারক, সাইবার ট্রাইব্যুনালের বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ, পরিবেশ আদালতের বিচারক এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকগণ কে দেওয়ানি আদালত অবকাশকালীন ছুটিভোগসহ কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হলো।

ভ্যাকেশন ডিউটিতে কর্মরত বিচারকগণ সরকারি গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রাপ্ত হবেন এবং ভ্যাকেশন ডিউটিতে কর্মরত কর্মকর্তাগণের মধ্যে যিনি নিজ কর্মস্থল হতে অন্য কর্মস্থলে ভ্যাকেশন ডিউটি করবেন তিনি বিধি মোতাবেক টিএ অথবা ডিএ প্রাপ্ত হবেন।

সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে অধস্তন আদালতে (দেওয়ানি ও ফৌজদারি মামলা) অবকাশ পালন করা হয়। তবে ভ্যাকেশন আদালতগুলোতে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া ওই সময়ে মূখ্য মহানগর আদালতগুলোর বিচারকার্য স্বাভাবিক থাকে।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

অধস্তন আদালতে নিয়োগ ভ্যাকেশন জজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর