চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে: উপদেষ্টা আসিফ
২৬ নভেম্বর ২০২৪ ১৪:২৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৭
রংপুর: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যর শিকার হবে না।
এর আগে সকাল ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুরের পীরগাছার সুখানপুকুর হেলিপ্যাড মাঠে অবতরণ করে। সেখান থেকে উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। মতবিনিময় শেষে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: জামিন নামঞ্জুর, চিন্ময় কৃষ্ণ কারাগারে
সারাবাংলা/ইআ