Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের বেশি সুরক্ষা দেয়: বিএসইসি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৪:১৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৪:১৯

ছবি: সংগৃহীত

ঢাকা :পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদের অধিক সুরক্ষা দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি’র উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর) ‘ডেভলপিং দ্য মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সভায় তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে আয়োজিত এ সভায় পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিএসইসি চেয়ারম্যান বলেন, মিউচ্যুয়াল ফান্ড খাত শেয়ারবাজারের সম্মুখভাগে থাকা উচিত। কারণ মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে শেয়ারবাজারে আসে। ফলে মিউচ্যুয়াল ফান্ড পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং তাদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভাবনা বাড়ে।

তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারলে দেশের পুঁজিবাজার আগামীতে সামনে আগাতে পারবে না।বিএসইসি মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা দিতে ইচ্ছুক। পুঁজিবাজার ও মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে এবং এক্ষেত্রে টেকসই সমাধান ও উন্নয়নের লক্ষ্যে বিএসইসি কাজ করছে।

একই সঙ্গে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিরা মিউচ্যুয়াল ফান্ড খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/আরএস

বিএসইসি চেয়ারম্যান মিউচ্যুয়াল ফান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর