Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭ হাজারের বেশি মানুষের মতামত সংবিধান সংস্কার কমিশনে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৮

ঢাকা: সংবিধান সংস্কার কমিশন গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এর অফিশিয়াল ওয়েবসাইটে ৪৭ হাজারের বেশি মানুষ মতামত দিয়েছেন। এই সময়ে কমিশন ২৮টি সংগঠন, সুশীল সমাজের ২৩ জন প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ ও ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে।

সোমবার (২৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশনপ্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জিওফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলে আরও ছিলেন আইআরআইয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম ও রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) স্টিফেন চিমা।

সাক্ষাতে প্রতিনিধি দলের কাছে সংবিধান সংস্কর নিয়ে কমিশনের চলমান কার্যক্রম ও পরিকল্পনার কথা তুলে ধরেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, কমিশন সংবিধান সংস্কার করতে অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠক ও মতবিনিময় করছে।

আলী রীয়াজ জানান, সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন এই ওয়েবসাইটে। এ ছাড়া পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।

আইআরআইয়ের প্রতিনিধি ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, সারা বিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আইআরআই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী।

বিজ্ঞাপন

প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজ, বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

সারাবাংলা/টিআর/আরএস

সংবিধান সংস্কার কমিশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর