Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবদের টি-১০ লিগে হচ্ছেটা কী!

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৮

ফিক্সিংয়ের সন্দেহ টি-১০ লিগে

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেললেও সাকিব আল হাসান সেখানে নেই। বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে সাকিব খেলছেন আবুধাবি টি-১০ লিগে। সেই লিগেই এবার দেখা দিয়েছে নতুন বিতর্ক। এক ওভারে ৪ নো-বল করায় ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে সাকিবের দলের শ্রীলংকান বোলার দাসুন শানাকার বিরুদ্ধে।

বিশ্বজুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে হরহামেশাই। আবুধাবিতে চলমান টি-১০ লিগেও তার ব্যতিক্রম হয়নি। সাকিবের দল বাংলা টাইগার্সের লংকান বোলার শানাকার দিকে উঠেছে অভিযোগের তীর।

বিজ্ঞাপন

দিল্লি বুলসের বিপক্ষে শেষ ওভার করতে এসেছিলেন শানাকা। প্রথম বলেই হজম করেছেন চার। এরপর টানা দুটি নো-বল করেছেন তিনি। সেই দুই বলেও ব্যাটার চার মেরেছেন। পরের দুই বলে চার ও ছক্কা হজম করেন শানাকা। এরপর আবার টানা দুটি নো-বল করেছেন শানাকা।

বিশাল কয়েকটি নো-বলে অনুমেয়ভাবেই জেগেছে সন্দেহ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, ইচ্ছা করে নো-বল করেছেন শানাকা। স্পট ফিক্সিং করেছেন কিনা এই লংকান বোলার, সেই ব্যাপারে তদন্তের দাবিও করেছেন অনেকে।

এমন ঘটনা অবশ্য আবুধাবি টি-১০ লেগে এই মৌসুমের প্রথম নয়। তিন দিন আগেই স্যাম্প আর্মির হয়ে খেলতে নেমে আরব আমিরাতের পেসার হজরত বিলাল বিশাল এক নো-বল করে আলোচনায় এসেছিলেন।

শেষ পর্যন্ত টি-১০ লেগে চলমান বিতর্ক নিয়ে কি ব্যবস্থা নেয় আইসিসি, সেটাই এখন বড় প্রশ্ন।

সারাবাংলা/এফএম

আবুধাবি টি-১০ লিগ দাসুন শানাকা নো-বল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর