Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১২:২৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:২৯

বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবাই ওই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য পেয়েছি। নিহতদের মধ্যে তিনজন নারী, দুই জন পুরুষ। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।’ পুলিশ পরে আরও দুজন আহত হওয়ার তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন— আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তারা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা।

নিহতরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা। ছবি: সংগৃহীত

বুড়িচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা আক্তার সারাবাংলাকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল। ওই সময় কালিকাপুর এলাকার রেল ক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। রেলক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হওয়ার সময় ট্রেন একে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

ইউএনও জানান, ট্রেনের ধাক্কায় চারজনের মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর/ইআ

কুমিল্লা ট্রেনের ধাক্কায় নিহত বুড়িচং রেল ক্রসিং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর