Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে বিপাকে ফেলতে যে পরিকল্পনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ১১:২৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৮

কিমার রোচ

চতুর্থ দিনের শুরুতেই চমক দেখিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন মেহেদি হাসান মিরাজরা। তবে রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান পেসারদের বিধ্বংসী বোলিংয়ে হারের প্রহর গুনছে বাংলাদেশ। জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পেসার কিমার রোচ বলছেন, দিনের শেষভাগে বাংলাদেশকে বিপাকে ফেলতে বেশ পরিকল্পনা সাজিয়েই মাঠে নেমেছিলেন তারা।

বিজ্ঞাপন

তাসকিনের ৬ উইকেটের সুবাদে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে মাত্র ১৫২ রানে। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। রোচ-সেলসের ৩টি করে উইকেটের সুবাদে দিনশেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান। জয় থেকে এখনো ২২৫ রান দূরে থাকা বাংলাদেশের হার এখন সময়ের ব্যাপার মাত্র।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে কোন পরিকল্পনা নিয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ, দিনশেষে সেটাই জানিয়েছেন রোচ, ‘পরিকল্পনা ছিল বাংলাদেশের ব্যাটারদের জন্য রান তোলা যতটা সম্ভব কঠিন করে ফেলা। রান রেট কম রেখে ভালো জায়গায় বল করে তাদের চাপে রাখাই ছিল মূল পরিকল্পনা। বোলাররা সেই কাজটা ভালোভাবেই করেছে। দ্রুতই দুটি উইকেট চলে যায় তাদের, এরপর আরও ৫টি উইকেট পড়েছে। যেভাবে সবাই বোলিং করেছে সেটায় আমি দারুণ খুশি। কিছু ক্যাচ হাতছাড়া হয়েছে এটা নিয়ে অবশ্য কাজ করতে হবে।’

বাংলাদেশকে আরও বেশি টার্গেট দিতে পারলেই খুশি হতেন রোচ, ‘অবশ্যই আমরা আরও কিছু রান চেয়েছিলাম। তবে যা পুঁজি পেয়েছি সেটাকেই আমাদের বোলাররা দারুণভাবে ডিফেন্ড করছে। বল হাতে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা সত্যিই দুর্দান্ত। নিজেদের মাঝে বোঝাপড়াটা দারুণ ছিল। এই বোলিং ইউনিটের অংশ হতে পেরে আমি গর্বিত।’

সারাবাংলা/এফএম

কিমার রোচ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর