ঘটনাবহুল মেগা নিলাম: সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন কারা?
২৬ নভেম্বর ২০২৪ ০১:২৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০১:৩০
আইপিএলের এবারের মেগা নিলামকে এক কথায় কী বলবেন? পাগলাটে নাকি ঐতিহাসিক? দুটো শব্দকেই হয়তো বেছে নেয়া যায়। সৌদি আরবের জেদ্দায় দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ঘটনাবহুল এই মেগা নিলাম ভেঙে দিয়েছে অতীতের সকল রেকর্ড। দশ ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে খরচ করেছে রেকর্ড পরিমাণ ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। এর আগে ২০২২ সালের নিলামে খরচ হয়েছিল ৫৫১ কোটি সাত লাখ রুপি।
এবার দুই দিন মিলিয়ে দশটি ফ্র্যাঞ্চাইজি দল টেনেছে মোট ১৮২ জন ক্রিকেটার। এদের মধ্যে ৬২ জন বিদেশী। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার হয়েছে। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন, যাদের মধ্যে আছেন ১২ বাংলাদেশিও।
রোববার প্রথম দিনের নিলামে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে টেনে নেয় পাঞ্জাব কিংস। তবে সে রেকর্ড স্থায়ী হয় মাত্র ২০ মিনিট। এই সময়ের ব্যবধানে সব রেকর্ড ভেঙে দিয়ে রিশভ প্যান্টকে ২৭ কোটি রুপিতে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্টস। এ ছাড়া ভেংকটেশ আইয়ারের দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ, ফিরেছেন পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে।
সোমবার ভুবনেশ্বর কুমারের দাম উঠেছে সর্বোচ্চ। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ডানহাতি এই পেসারকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একইদিনে ইতিহাস লিখেছেন ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন এই কিশোর, এক কোটি ১০ লাখ রুপিতে তাকে টেনেছে রাজস্থান রয়্যালস।
তবে দল পাননি ডেভিড ওয়ার্নার, জনি বেইরস্টো, স্টিভেন স্মিথ, কেইন উইলিয়ামসনের মতো আইপিএলের পরিচিত মুখরা। নিলামের সবচেয়ে বয়স্ক ৪২ বছর বয়সী জেমস অ্যান্ডারসনকে পেতেও আগ্রহ দেখায়নি কোনো দল। ভারতীয়দের মধ্যে পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খানরাও থেকে গেছেন অবিক্রিত।
এবারের আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন যারা
রিশভ প্যান্ট, লখনৌ সুপার জায়ান্টস, ২৭ কোটি রুপি
শ্রেয়াস আইয়ার, পাঞ্জাব কিংস, ২৬ কোটি ৭৫ লাখ রুপি
ভেঙ্কটেশ আইয়ার, কলকাতা নাইট রাইডার্স, ২৩ কোটি ৭৫ লাখ রুপি
আর্শদীপ সিং, পাঞ্জাব কিংস, ১৮ কোটি রুপি
যুঝভেন্দ্র চাহাল, পাঞ্জাব কিংস, ১৮ কোটি রুপি
জস বাটলার, গুজরাট টাইটান্স, ১৫ কোটি ৭৫ লাখ রুপি
লোকেশ রাহুল, দিল্লি ক্যাপিটালস, ১৪ কোটি রুপি
ট্রেন্ট বোল্ট, মুম্বাই ইন্ডিয়ান্স, ১২ কোটি ৫০ লাখ রুপি
জোফরা আর্চার, রাজস্থান রয়্যালস, ১২ কোটি ৫০ লাখ রুপি
জশ হ্যাজলউড, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১২ কোটি ৫০ লাখ রুপি
মোহাম্মদ সিরাজ, গুজরাট টাইটান্স, ১২ কোটি ২৫ লাখ রুপি
মিচেল স্টার্ক, দিল্লি ক্যাপিটালস ১১ কোটি ৭৫ লাখ রুপি
ফিল সল্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১১ কোটি ৫০ লাখ রুপি
ইশান কিশান, সানরাইজার্স হায়দরাবাদ, ১১ কোটি ২৫ লাখ রুপি
মার্কাস স্টয়নিস, পাঞ্জাব কিংস, ১১ কোটি রুপি
জিতেশ শর্মা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১১ কোটি রুপি
থাঙ্গারাসু নটরাজন, দিল্লি ক্যাপিটালস ১০ কোটি ৭৫ লাখ রুপি
কাগিসো রাবাদা, গুজরাট টাইটান্স, ১০ কোটি ৭৫ লাখ রুপি
ভুবনেশ্বর কুমার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১০ কোটি ৭৫ লাখ রুপি
নূর আহমাদ, চেন্নাই সুপার কিংস, ১০ কোটি রুপি
সারাবাংলা/জেটি