খুলনায় শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ নভেম্বর ২০২৪ ২৩:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৯
খুলনা: জেলার রূপসায় শাওন (৭) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের আইচগাতী উত্তরপাড়া এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি ওই এলাকার আকবর গাজীর ছেলে। ধারণা করা হচ্ছে কে বা কাহারা শিশুটিকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।
আইচগাতী ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘ওই শিশুটির পিতা খুলনা মহানগরীতে ইজিবাইক চালায়। তার মা মানুষের বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করে। শিশুটি বাড়িতে একা ছিল। পরে দুপুরে তার বড় ভাই মৃত দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। মৃত্যু রহস্য এখনো উদঘাটনের চেষ্টা চলছে।’
সারাবাংলা/এইচআই