Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়ম-দুর্নীতির দায়ে রংপুরে ইউপি চেয়ারম্যান অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২৩:২৩

হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ।

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে অপসারণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব পলি কর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজু আহমেদের বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার অভিযোগ হয়েছিল রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ’

এবিষয়ে রাজু আহমেদের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সারাবাংলা/এইচআই

ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ হারাগাছ ইউনিয়ন পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর