১৩ বছরেই আইপিএলে কোটিপতি, কে এই বৈভব?
২৫ নভেম্বর ২০২৪ ২৩:০০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২৩:০৭
ইতিহাসই লেখা হয়ে গেল আইপিএলে। মাত্র ১৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেলেন বৈভব সূর্যবংশী। সৌদি আরবের জেদ্দায় মেগা নিলামের দ্বিতীয় দিন বৈভবকে এক কোটি ১০ লাখ রুপিতে দলে টানল রাজস্থান রয়্যালস। সবকিছু ঠিকঠাক থাকলে সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, জোফরা আর্চার, শিমরন হেটমায়ারদের সাথে রাজস্থানের ড্রেসিংরুম শেয়ার করবেন এই কিশোর।
আইপিএল মেগা নিলামে ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় বৈভবের নাম আসতেই বেশ শোরগোল পড়ে গিয়েছিল। তবে তার বয়স বিবেচনায় অনেকেই ভেবেছিলেন, উপেক্ষিতই থাকবেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু নিলামে দেখা গেল উল্টো চিত্র। ১৩ বছর ২৪৩ দিন বয়সী বৈভবকে পেতে কাড়াকাড়িই করেছে দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস।
৩০ লাখ ভিত্তিমূল্যতে বৈভবের জন্য প্রথম বিডটা করে রাজস্থান। তাকে পাওয়ার লড়াইয়ে তখন যোগ দেয় দিল্লি। নিলাম যুদ্ধে মিনিটের মধ্যেই দাম পেরিয়ে যায় ৭০ লাখ। এক কোটি পর্যন্ত দাম তুলে থেমে যায় দিল্লি। কিন্তু আরো দশ লাখ বাড়িয়ে বৈভবকে পেয়ে যায় রাজস্থান।
বয়স-অভিজ্ঞতা আর ফিটনেসের বিচারে নিলামে দল পাবেন কিনা, সেটা নিশ্চিত ছিল না। অবশ্য বয়স কম হলেও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। বিহারের হয়ে খেলেন পাটনার বিপক্ষে। যদিও শুরুটা খুব বেশি ভালো হয়নি। পাঁচ ম্যাচে দশ ইনিংসে ১০০ রান। সর্বোচ্চ ৪১, মধ্যপ্রদেশের বিপক্ষে।
১৩ বছর বয়সেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ৫৮ বলে করেছেন যুব টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। একইসাথে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে হয়েছেন পেশাদার ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান।
২০১১ সালে জন্মানো বৈভবের ক্রিকেটে হাতেখড়ি মাত্র ৪ বছর বয়সে। বয়স যখন ৯, বৈভবের বাবা তাকে ভর্তি করিয়ে দেন স্থানীয় এক ক্রিকেট একাডেমিতে। বয়সের তুলনায় ক্রিকেটের বিচারে সমসাময়িকদের চেয়ে এগিয়ে থাকায় তার নামডাক ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। বিহারের হয়ে মাত্র ১২ বছর বয়সে খেলেছেন ভিনু মানকড় ট্রফিতে। ছোট্ট সেই বয়সেই দারুণ পারফরম্যান্সে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান, জায়গা করে নেন বিহারের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে।
বৈভবের এই উত্থানের পেছনে আছে ভারত ও বিহারের ক্রিকেটে তার অনবদ্য, নজরকাড়া সব পারফরম্যান্সও। বিহারের হেমান ট্রফি, কোচ বিহার ট্রফিতেও খেলেছেন বৈভব। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনে রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে আছে ট্রিপল সেঞ্চুরিও। ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমসের মতো ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি আছে বৈভবের।
অল্প বয়সেই এমন সফলতা পাওয়া বৈভবের চলার পথে একেবারে মসৃণ ছিল, সেটিও নয়। তার বয়স ও জন্ম সাল নিয়ে অভিযোগ উঠে বিহারের ক্রিকেটপাড়ায়। যদিও বিসিসিআই কিংবা বিহার ক্রিকেট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি এ ব্যাপারে। তবে সব ভুলে আপাতত বৈভবের কিশোর মন এখন আইপিএলের স্বপ্নে বিভোর।
সারাবাংলা/জেটি