Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেগা মানডে’র দিনে রণক্ষেত্র ডেমরা-যাত্রাবাড়ী। ছবি


২৫ নভেম্বর ২০২৪ ২৩:০৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০০:১৮

‘মেগা মানডে’র দিনে একপক্ষের ওপর আরেকপক্ষের হামলা। ছবি: সারাবাংলা

গত কয়েকদিন ধরে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে ৩৫ কলেজের ফোরাম ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরস্পরের প্রতি ঘৃণার মনোভাব সৃষ্টি হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আজ দিনব্যাপী ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা ছিল উত্তাল। দুই কলেজের ছাত্রদের ঘোষিত মেগা মানডে’র এই দিনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। এক পর্যায়ে ওই এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়। তিন কলেজের শিক্ষার্থীদের দিনভর এই সংঘর্ষের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আন্দোলন কলেজ শিক্ষার্থী সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর