Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাথরঘাটায় জনতা ব্যাংকের ৯২৯তম শাখার উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ২২:২১

অনলাইন ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে বরগুনার পাথরঘাটায় জনতা ব্যাংকের ৯২৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বরগুনার পাথরঘাটা পৌরসভার থানা রোডে ব্যাংকের নতুন এ শাখার কার্যক্রম শুরু হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাখাটির উদ্বোধন করেন।

এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, জনতা ব্যাংকের মহা-ব্যবস্থাপক এমএইচএম জাহাঙ্গীর ও মোহম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি প্রধান অতিথি মো. ফয়েজ আলম- আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নব প্রতিষ্ঠিত জনতা ব্যাংকের এ শাখাটি পাথরঘাটার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।’

সংবাদ বিজ্ঞপ্তি।

সারাবাংলা/এসআর

জনতা ব্যাংক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর