Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে যে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ২১:৩০

আবার ইনজুরিতে ভিনি

চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের মৌসুমটা একেবারেই ভালো কাটছে না। নতুন ফরম্যাটে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে থাকা রিয়াল মাদ্রিদের জন্য পরের প্রতিটি ম্যাচই তাই মহা গুরুত্বপূর্ণ। লিভারপুলের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে বড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির দল। লেগানেসের বিপক্ষে পাওয়া ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। একই সাথে এক মাসের বেশি সময়ের জন্য মাঠে নামা হবে না তার।

বিজ্ঞাপন

লা লিগার লেগানেসের বিপক্ষে ম্যাচে পুরোট সময়ই মাঠে ছিলেন ভিনিসিয়াস। ৩-০ গোলের জয়ের ম্যাচে করেছেন অ্যাসিস্টও। তবে এই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনি। আর এতেই চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার।

রিয়াল জানিয়েছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠের বাইরে থাকবেন ভিনি, ‘লেগানেসের বিপক্ষে ম্যাচে ভিনি চোট পেয়েছেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের এই চোটের কারণে সে এক মাসের জন্য মাঠের বাইরে থাকবে। লিভারপুলের বিপক্ষে তাই মাঠে নামতে পারবে না সে। তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’

চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে দল ভালো না করলেও দারুণ ফর্মে আছেন ভিনিসিয়াস। এখন পর্যন্ত ৪ ম্যাচে ভিনি করেছেন ৪ গোল। লিভারপুলের বিপক্ষে ম্যাচ ছাড়াও ভিনিসিয়াস মিস করবেন লা লিগার গেটাফে, অ্যাথলেটিক, জিরুনা ও রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের আটালান্টার বিপক্ষে ম্যাচেও থাকবেন না তিনি।

আগামী ২৮ নভেম্বর লিভারপুলের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ লিভারপুল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর