কবি নজরুল কলেজ বন্ধ ঘোষণা
২৫ নভেম্বর ২০২৪ ২০:১১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২২:২৬
ঢাকা: তিনি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) এইসএসসি ব্যাচ ২০২৪ এর শিক্ষার্থী অভিজিৎ মারা যান। ২১ নভেম্বর ডিএমআরসি শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলে গেলে সকালে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করে। এতে পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হন।
পরবর্তী সময়ে ঢাকার ১৫টির বেশি কলেজের শিক্ষার্থীরা ‘সুপার সানডে’ ঘোষণা করে কবি-নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করেন। এর প্রতিবাদে ‘মেগা মানডে’ ঘোষণা করে নজরুল-সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আজ সোমবার (২৫ নভেম্বর) মোল্লা কলেজ আক্রমণ করেন। এতে প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থী আহত হন।
সারাবাংলা/পিটিএম