ইসকন নেতার নিঃশর্ত মুক্তি চায় হিন্দু জাগরণ মঞ্চ
২৫ নভেম্বর ২০২৪ ২০:২২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২২:২৬
ঢাকা: ইসকন নেতা চিন্ময় কুমার দাস ব্রম্মাচারীর নিঃশর্ত মুক্তি চাইলেন হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক জয় রাজবংশী। তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর থেকে চিন্ময় কুমার দাসকে ডিবি পুলিশ ধরে নিয়ে এসেছে। তার নিঃশর্ত মুক্তি চাই।
সোমবার (২৫ নভেম্বর) রাত পৌঁনে ৮টার দিকে সারাবাংলাকে মুঠোফোনে এ কথা বলেন জয় রাজবংশী।
জয় রাজবংশী বলেন, ‘আমরা ডিবি পুলিশের গাড়ি অনুসরণ করে মিন্টো রোডে আসি। গাড়ি ভেতরে প্রবেশ করতে দেখি। প্রথমে এরকম কাউকে আনা হয়নি বলে দাবি করা হলেও পরবর্তীতে ডিবির অফিসার এসে আটকের বিষয়টি স্বীকার করেন। এরপর আমরা ডিবি অফিস ছেড়ে রাজধানীর শাহবাগে অবস্থান করছি। চিম্ময় কুমার দাসকে মুক্তির দাবিতে আমরা শাহবাগে অবস্থান করব।’
ইসকন নেতা চিন্ময় কুমার দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে আপনি জানেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু ইসকন থেকে কোনো বিজ্ঞপ্তি আকারে জানানো হয়নি তাই বিষয়টি আমার জানা নেই।’
এর আগে বিকেলের দিকে বিমানবন্দর থেকে ইসকন চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহীর মামলা রয়েছে।
সারাবাংলা/ইউজে/এইচআই