অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৫ লাখ ছাড়াল
২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২১:১৫
ঢাকা: অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২৯ শতাংশ। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্যে ইতোমধ্যে নিবন্ধন করেছেন সাড়ে ১২ লাখের বেশি ব্যক্তিশ্রেণীর করদাতা।
সোমবার (২৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, গত বছরের ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছিলেন ২ লাখ ১৭ হাজার ৪৭১ জন করদাতা। আর এ বছরের ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সকল করদাতাকে অভিনন্দন জানিয়েছে এনবিআর।
এনবিআর জানায়, এরইমধ্যে সকল তফসিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম প্রতিষ্ঠানসমূহ, কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধি, আয়কর আইনজীবী ও প্রশিক্ষণপ্রার্থী করদাতাসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এনবিআর আরও জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসাথে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয় এর সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/আরএস