Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতা এড়াতে জবি প্রক্টরের নির্দেশ

জবি করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জবি: কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের সঙ্গে ড. মাহাবুব মোল্লা কলেজের চলমান সংঘর্ষের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে যে কোনো ধরণের পরিস্থিতিতে সংযম প্রদর্শনের নির্দেশ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

সোমবার (২৫ নভেম্বর) প্রক্টরের সই করা এক নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশ বলা হয়, বিগত কয়েকদিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ এবং উস্কানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে না জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। স্মরণে রাখা প্রয়োজন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) এইসএসসি ব্যাচ ২০২৪ এর শিক্ষার্থী অভিজিৎ মারা যান। ২১ নভেম্বর ডিএমআরসি শিক্ষার্থীরা আবার ন্যাশনাল মেডিকেলে আসলে সকালে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করে। এতে পঞ্চাশের অধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তী রোববার (২৪ নভেম্বর) ঢাকার ১৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা ‘সুপার সানডে’ ঘোষণা করে কবি-নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করেন। এর প্রতিবাদে ‘মেগা মানডে’ ঘোষণা করে নজরুল-সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সোমবার (২৫ নভেম্বর) মোল্লা কলেজ আক্রমন করেন।

সারাবাংলা/এইচআই

জবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর