Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বাস খাদে পড়ে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:১১

ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যের একটি প্রত্যন্তপাহাড়ি রাস্তায় গভীর খাদে পড়ে একটি বাসের ১৭ যাত্রী নিহত হয়। রোববার (২৪ নভেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ নিহতদের মরদেহ শনাক্ত করতে এবং বাসের ধ্বংসাবশেষে আটকে পড়া মরদেহ উদ্ধারের জন্য কাজ করছে। বাসটি ২০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহত পরবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘তার সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, স্বাস্থ্য সেবা ও সমর্থনে রাজ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিবে।’

আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস এক এক্স বার্তায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও দস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর খাদে পড়ে যায়।

সারাবাংলা/এইচআই

ব্রাজিল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর