Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, প্রাণ গেল দগ্ধ খলিলের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৫১

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি টিনসেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আব্দুল খলিল (৪০) মারা গেছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।

এরআগে, গতকাল রোববার (২৪ নভেম্বর) ভোরে মিরপুর-১১, ৫ নম্বর এভিনিউ, সি ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার চর বাঙলাবাজার গ্রামে। তিন স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাসায় ভাড়ায় থাকতেন।

আরও পড়ুন :মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

বিস্ফোরণের ঘটনায় রঙ মিস্ত্রী খলিলসহ দগ্ধ হন তার স্ত্রী গৃহিণী রুমা আক্তার (৩২), ছেলে হাফেজ আব্দুল্লাহ (১৩), মাদরাসাছাত্র মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। পাশের বাসার ভাড়াটিয়া মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার পারভিন (২২)। তারা দুজনই গার্মেন্টস কর্মী।

রোববার ভোরে খলিল যখন মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালান, তখনই জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, এই ঘটনায় ২০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন খলিলের স্ত্রী রুমা। তার ছেলে আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫, ইসমাইলের ২০ শতাংশ দগ্ধ। আর প্রতিবেশী স্বপ্নার ১৪ ও তার স্বামী শাহজাহান ৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থা গুরুতর।

সারাবাংলা/এসএসআর/এসআর

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ খলিলের মৃত্যু রাজধানীর মিরপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর