Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিডিরা পালিয়ে যাওয়ায় এডিপি বাস্তবায়ন কমেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৭:০২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৩

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঢাকা: প্রকল্প পরিচালকরা (পিডি) পালিয়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের গতি কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক প্রকল্প পরিচালক পদত্যাগ করেছেন। আবার অনেকে পালিয়ে গেছেন। তারা এতটাই দুর্নীতি করেছেন যে, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যেমন- মাতারবাড়ি প্রকল্পের পিডি পালিয়ে গেছেন। যাওয়ার আগে সরকারি অনেক জিনিসপত্র বিক্রি করে গেছেন। এখন নতুন প্রকল্প পরিচালক দিতে হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাউসার আহমদসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বর্তমানে অস্থিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সুদের হার বৃদ্ধি এবং নানা আন্দোলনের কারণে দেশে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না। এর মধ্যে যদি সরকারি বিনিয়োগও কমে যায় তাহলে অর্থনৈতিক মন্দা হতে পারে। এ জন্য আমরা সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিচ্ছি যে, চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে করে উন্নয়নে গতি ফিরে আসে।’

তিনি বলেন, ‘নতুন প্রকল্প নিয়ে বিশেষ সতর্কতা আছে। কেননা রাজনৈতিক প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রকল্পে অপচয় বন্ধ করা হচ্ছে। নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সৃজনশীল এবং মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত প্রকল্প নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। তবে এ কথা বলা যায়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ বেশ ভালোই কমবে।’

তিনি আরও বলেন, ‘শিগগিরই নির্বাচনি তোরজোর শুরু হবে। তখন মানুষের হাতে টাকা আসবে। অপচয় হলেও তো অর্থনৈতিক প্রবাহ ঠিক থাকবে। আগে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলেও অর্থ প্রবাহ ঠিক ছিল। এখন তো সে অবস্থা নেই। আমরা দুর্নীতি বন্ধ করেছি।’

সারাবাংলা/জেজে/পিটিএম

টপ নিউজ পালিয়ে যাওয়া প্রকল্প পরিচালক প্রকল্প বাস্তবায়ন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর