Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:০৫

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সাবেক এই মন্ত্রীর জামিন মঞ্জুর করেন।

মামলার জামিনে বিষয়টি নিশ্চিত করে এমএ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, ‘সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শারীরিকভাবে অসুস্থ। যে ঘটনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মূলত বিএনপি নিজেদের অফিসে আগুন দিয়েই এ মামলা দায়ের করেছে।  এ মামলার কোন সুস্পষ্ট প্রমাণ না থাকায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।’

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।

এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার মামলায় ২ মাস কারাবাস করে জামিনে বের হন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ/আরএস

জামিন মঞ্জুর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান