সংঘাতে স্থগিত ৭ কলেজের মঙ্গলবারের পরীক্ষা
২৫ নভেম্বর ২০২৪ ১৫:১৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:২২
ঢাকা: ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) সঙ্গে শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুদিন ধরে চলমান সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। শহিদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ দুটি সাত কলেজের অন্তর্ভুক্ত।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সময়সূচি ‘শিগগিরই’ ঘোষণা করা হবে।
পরীক্ষার রুটিন অনুযায়ী অন্যান্য পরীক্ষার সময়সূচির অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে গত সপ্তাহে। এর মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হলে ওই কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহিদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গতকাল রোববার (২৪ নভেম্বর) ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে ‘সুপার সানডে’ নামে ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন মোল্লা কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুর করা হয়।
এর জের ধরে আজ সোমবার ‘মেগা মানডে’ কর্মসূচিতে একজোট হন গতকাল হামলার শিকার দুই কলেজের শিক্ষার্থীরা।এ সময় মোল্লা কলেজের সামনে ডেমরা সড়কে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। দুপুর ২টা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল।
এদিকে সোমবার শহিদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়েন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের মধ্যে মাঝপথে ইতিহাস পরীক্ষা স্থগিত করা হয়।
সারাবাংলা/টিআর